গোবিন্দগঞ্জে আনন্দ টিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 128 0
গোবিন্দগঞ্জে আনন্দ টিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনন্দ টিভি পরিবারের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো আনন্দ টিভির ২য় বর্ষ পূতি অনুষ্ঠান।
গত ১১ মার্চ বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠানের কর্মসূচীর মধ্য ছিল র্যালী, আলোচনা সভা, কেক কর্তন ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম আব্বাছ উল্লাহ শিকদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন। এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আনন্দ টিভি’র দর্শক ফোরামের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু’র সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রধান।
আনন্দ টিভি’র উপজেলা প্রতিনিধি উজ্জ্বল হক প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, থানার কর্মকর্তা ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবদুল লতিফ প্রধান, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা এনামুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আছাদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাবু স্বপন কুমার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কাজী সাখায়াত হোসেন, রিপোর্টার্স ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সহ-সভাপতি নুর আলম আকন্দ, বি,কম শিখা দত্ত, বাবু শ্যামল রায় জিবু,রফিকুল ইসলাম মন্ডল, তারাজুল ইসলাম, কালামানিক দেব, আবদুস সোবহান মন্ডল, সুইটি আক্তার, গোপাল মহন্ত, জাহিদুল ইসলাম টুকু, মাহমুদ খান, মোয়াজ্জেম হোসেন আকন্দ, সাজাদুর রহমান সাজু, সাগর, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।